রমনা পার্ক খুলে দিতে রিট

প্রথম সময় ডেস্কঃ

রাজধানীর রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে আজ মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ফাইল ছবি
রাজধানীর রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রমনা পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে গণপূর্ত সচিবকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘মোঘল আমল থেকে রমনা পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। করোনাভাইরাসকে কেন্দ্র করে রমনা পার্ক বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় অফিস-আদালতসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু রমনা পার্ক এখনো বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের চলাফেরার স্বাধীনতার কথা সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে। শত শত ডায়াবেটিক রোগী এ পার্কে হাঁটাহাঁটি করতেন। এখন তা না পারায় অনেকে মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। তাই ২৪ ঘণ্টার মধ্যে জনগণের জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়েছি।’

ইউনুছ আলী আকন্দ আরো বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গণপূর্ত সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে এ রিট করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *