রাজবাড়ীতে পাখি রক্ষায় গাছে গাছে কলস
প্রথম সময় ডেস্ক: ‘এসো পাখির বন্ধু হই’ স্লোগানকে ধারণ করে রাজবাড়ীর বেশ কয়েকজন পাখিপ্রেমী পাখি রক্ষায় গাছে গাছে কলস বেঁধে দিয়েছেন। তারা এখন পর্যন্ত রাজবাড়ী পৌরসভা এলাকার বেশকিছু গাছে শতাধিক কলস বেঁধেছেন। এসব কলসে দোয়েল, বুলবুলি, ঘুঘু, পেঁচাসহ বেশ কয়েক প্রজাতির পাখি বাসা বাঁধবে বলে প্রত্যাশা করছেন তারা। প্রাকৃতিক দুর্যোগেবিস্তারিত