বিএনপি এখন দুঃসময় পার করছে-রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা অত্যন্ত দুঃসময় পার করছি, কঠিন দুঃসময়। কথা বলা যায় না। কোন সমাবেশ করা যায় না এবং মিটিং করা যায় না।

শনিবার রাজধানীর গার্ডেন রোড এলাকায় ২৬নং ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘মিথ্যা মামলা গ্রেপ্তার, আর না হলে হামলা। এর মধ্যেই বিএনপি নেতাকর্মীদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। এরপরও কিন্তু নেতাকর্মীরা বসে নেই। আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষ ও অসহায় মানুষের পাশে আছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারো কোনও জীবনের নিরাপত্তা নেই। যেকোনো সময় যে কেউ গুম ও বিচারবহির্ভূত হত্যা হতে পারে।’

করোনাভাইরাসে গোটা জাতি কাঁপছে মন্তব্য করে রিজভী বলেন, হাসপাতালগুলোতে সিট নেই, অক্সিজেন নেই, আইসিইউতে বেড নাই। আর মফস্বলে আরও ভয়ঙ্কর অবস্থা! করোনা রোগীদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে অক্সিজেন বলেও মন্তব্য করেন তিনি।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *