যারা আসছেন খুলনা মহানগর আওয়ামীলীগের কমিটিতে

বিশেষ প্রতিনিধিঃ
নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে খুলনা মহানগর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি চুড়ান্ত হয়েছে। প্রস্তাবিত এই কমিটি এখন ঘোষণার অপেক্ষায়, যে কোনও মুহূর্তে ঘোষণা দেয়া হবে, একাধিক সুত্রে এমনটি আভাস পাওয়া গেছে।
জানা গেছে, প্রস্তাবিত মহানগর আওয়ামীলীগের পুরনাংগ কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন, কাজি আমিনুল হক। অন্য সহ সভাপতিরা হলেন, কাজি এনায়েত আলি, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ হায়দার আলি, মল্লিক আবিদ হোসেন কবির, বেগ লিয়াকত আলি, সৈয়দ আলী, শহিদ আলি, শ্যামল সিংহ রায়, অ্যাড রজব আলি, আইয়ুব আলি, নুর ইসলাম বন্দ।বিদায়ী কমিটির মহিলা সম্পাদিকা অ্যাড অলকা নন্দ দাস এবার সহ সভাপতি হচ্ছেন এমনটি আভাস দিয়েছেন কেউ কেউ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আলি আকবর টিপু্র নাম চুড়ান্ত।
সাংগঠনিক সম্পাদক হিসাবে কাকা জাহাঙ্গীর খ্যাত জাহাঙ্গীর হোসেন খান, ফারুক আহমেদ, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্নার নাম চুড়ান্ত বলে জানা গেছে।
প্রচার সম্পাদক পদে সাবেক প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন, দফতর সম্পাদক হিসাবে সাবেক দফতর সম্পাদক মাহবুব আলম সোহাগই থাকছেন।
যুব ও ক্রীড়া সম্পাদকে মনিরুজ্জামান সাগর থাকছেন।
কার্যনির্বাহী সদস্য হিসাবে থাকছেন, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, মহানগর শাখার সাবেক সাধারন সম্পাদক আলহাজ্জ মিজানুর রহমান মিজান, যুবলীগের সাবেক সভাপতি অ্যাড আনিসুর রহমান পপলুর নাম শোনা গেছে।
দলে যোগদানকারী কাউন্সিলরদের কেউ কেউ এবার কমিটিতে আসবেন এমনটি শোনা গেলেও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বীকার বা অস্বীকার না করেই বলেছেন, সবাইকে নগর কমিটিতে আসতে হবে কেন? থানা কমিটি হয়েই তারা আসুক না ?
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বরে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর আওয়ামীলীগের সম্মেলন হয়, সেদিন তালুকদার আব্দুল খালেককে সভাপতি, এমডি বাবুল রানাকে সাধারন সম্পাদক করে দুই সদস্যের নাম ঘোষণা দেয়া হয়। এক বছর পরে সেই কমিটি অবশেষে পুরনাংগ রুপ দিতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *