প্রথম সময় ডেস্ক:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
তিনি বলেন, হোসনেয়ারা সিরাজকে রোববার থেকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে । তবে তিনি সুস্থ আছেন।
তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৬১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটচিকিৎসকসহ ২৩ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।