পেটের মধ্যে ১৯১০ পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসেন তারা

অনলাইন ডেস্কঃ

পেটের মধ্যে ১৯১০ পিস ইয়াবা বিশেষ পদ্ধতিতে ঢুকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন ৪ মাদক কারবারি। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ঢাকায় আসতে পারলেও শেষ রক্ষা হয়নি তাদের।

ঢাকায় আসার পর রোববার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা থেকে র্যাবের একটি টিমের কাছে গ্রেফতার হন তারা।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (১৯), কায়সার উদ্দিন (১৮), মাহমুদ হাসান ওরফে লাবু (২১) ও মো. আমিন। সোমবার দুপুরে র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের এসআই তন্ময় এসব তথ্য জানান। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

এসআই তন্ময় জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। এরা চট্টগ্রাম থেকে ইয়াবা পেটের মধ্যে বহন করে ঢাকায় এনে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর ওবায়দুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি টিম চৃনকুটিয়া হিজলতলা থেকে এদের গ্রেফতার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে তাদের পেটের মধ্যে ইয়াবার উপস্থিতি জানা যায়। ৪ জনের পেট থেকে ৩৮টি ক্যাপসুলের মধ্যে ১৯১০ ইয়াবা বড়ি পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *