ডিসেম্বরেই চূড়ান্ত আন্দোলনে যেতে চায় বিএনপি

অনলাইন ডেস্কঃ

দেশে করোনার প্রকোপ কমার সাথে সাথে রাজনীতির মাঠে সরব হয়েছে বিএনপি। বিএনপি এখন আন্দোলনের পথেই এগুতে চাচ্ছে। ঢাকা মহানগরীর দুই আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম শো ডাউন হয় গত সপ্তাহে। বিএনপি নেতাদের ভাষায় ‘এটা ছিলো টেস্ট কেস।’ ঐ দিন পুলিশের সংগে ব্যাপক সংঘর্ষে জড়ায় দলটির নেতা-কর্মীরা। এরপর পুলিশ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে। অন্তত: ৩০ জনকে গ্রেপ্তার করে। আজ বিএনপির শতাধিক নেতা-কর্মী হাইকোটে গিয়ে আগাম জামিন নেন। বিএনপির অন্তত দুজন নেতা বলেছেন ‘আমরা এই জামিনের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের দৃশ্যমান কর্মসূচী দেখতে পারবেন।’ বিএনপির একাধিক নেতার সংগে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরকে সামনে রেখে আন্দোলনের একটা বিস্তারিত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি। এই পরিকল্পনার ধাপ গুলো হচ্ছে;

১. সংগঠন গোছানো: বিএনপি এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সংগঠনকে গোছানোর দিকে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন ‘ঢাকা মহানগরীকে গোছানো ছিলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটি আমরা করতে পেরেছি।’ বিএনপি এখন বাংলাদেশে যে সব জেলায় কমিটি গুলো অকার্যকর, সেগুলোতে নতুন কমিটি নিয়ে কাজ করছে। অক্টোবরের মধ্যে বিএনপি সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ।

২. রাজনৈতিক ঐক্য: নূণ্যতম ইস্যুতে রাজনৈতিক দল গুলোর মধ্যে ঐক্য করতে চায় বিএনপি। বিএনপি নতুন নির্বাচন কমিশন, দুর্নীতি, টিকা অনিয়ম এরকম কিছু ইস্যুতে রাজনৈতিক সংলাপ করতে চায়। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির উদ্যোগে একটি নাগরিক সংলাপের আয়োজন করা হতে পারে বলে বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন।

৩. জনগুরুত্ব ইস্যুতে তাৎক্ষনিক কর্মসূচী: যেকোনো একটি জনগুরুত্ব সম্পন্ন ইস্যুতে তাৎক্ষনিক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একরকম ইস্যু গুলো যখন ঘটবে তখনই কর্মসূচীর মাধ্যমে মাঠ গরম রাখতে চায় বিএনপি।

৪. ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়াবে: প্রথমে সভা-সমাবেশ, বিক্ষোভ, মানব বন্ধন। এভাবে ধাপে ধাপে আন্দোলন মুখী হতে চায় বিএনপি।

৫. টার্গেট ডিসেম্বর: ডিসেম্বরে চূড়ান্ত আন্দোলনে যেতে চায় দীর্ঘ ১৪ বছরের বেশী ক্ষমতার বাইরে থাকা দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *