কয়রায় আলোচিত ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৫ জন কারাগারে

ওবায়দুল কবির সম্রাটঃকয়রা (খুলনা) প্রতিনিধি,

কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল হত্যা মামলায় বিজ্ঞ আদালত পাঁচজন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে। ১২ সেপ্টেম্বর রোববার চার্জশিটভুক্ত ৫ আসামি কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক মো: বুলবুল আহমেদ উক্ত ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই পাঁচ আসামির মধ্যে রয়েছেন, ওয়ার্ড যুবলীগ নেতা বাবলুর রহমান, বামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রহমান, শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস জাহান হেলেন, ব্যবসায়ী লিটু ইসলাম, ও ব্যবসায়ী সামিউল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল একটি বিরোধ মীমাংসা কে কেন্দ্র করে ২০২০ সালের ২ মার্চ প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন। ৩ মার্চ রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা বাদী হয়ে ২০ জনকে আসামী করে কয়রা থানায় জিআর- ৪৪/২০ মামলা দায়ের করে। উক্ত মামলায় থানা পুলিশ ১১ জনকে বাদ দিয়ে বিজ্ঞ আদালতে ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ঐদিন বাদীপক্ষ বিজ্ঞ আদালতে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই কে পুনঃ তদন্তের নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক পিবিআই দীর্ঘ তদন্তের পর ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। অদ্য চার্জশিটভুক্ত ৫ আসামি আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলায় ৩ নং আসামী পলাতক বাকীরা সকলেই উচ্চ আদালতের জামিনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *